গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সরকারি দপ্তরের সারাদেশের মতো কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহতদের স্মরণে কালো ব্যাচ লাগিয়ে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করেছেন সরকারি দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীরা।
মঙ্গলবার সকালে উপজেলা সরকারি দপ্তরে এমনি চিত্র দেখা গেছে। এ ছাড়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, ভাইস- চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম সরকার, শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান আজিবর রহমান, যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলীম, ইওেফাক প্রতিনিধি আরিফ হোসেন খোকন, প্রথম আলো জেলা প্রতিনিধি মাসুদ রানা, কালের কন্ঠ প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী প্রমুখ।
অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের ১১তম দিনে গাজীপুরে মঙ্গলবার সকাল ছয়টা থেকে বিকেল সাতটা পর্যন্ত কারফিউ শিথিল করায় উপজেলার বাজারগুলোতে জনগণের সমাগম বেশি দেখা যায়। অপরদিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অন্যান্য যানবাহন স্বাভাবিক চলাচল করলেও দূরপাল্লার গণপরিবহন কম চলতে দেখা যায়। কালিয়াকৈর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে সকল গণপরিবহন। অন্যান্য দিনের চেয়ে আজ যাত্রীর সংখ্যা কম রয়েছে বলে জানান চালকরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা এএফএম নাসিম জানান, নাশকতা ঠেকাতে সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়ন রয়েছে।