গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া জালুয়ার ভিটা গ্রামে সোমবার বিকালে মান্নান সরকার (৯৫) নামের ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন সন্তান মনোয়ারা বেগম (৫০) এর বিরুদ্ধে। নিহত ওই ব্যক্তি হলেন একই এলাকার মৃত মফিজ উদ্দিন ভুইয়ার ছেলে।
স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, মান্নান সরকারের চার স্ত্রীর ঘরে ১৩ ছেলে মেয়ে রয়েছেন। তাদের মধ্যে র্দীঘদিন যাবত ভাই বোনদের মাঝে পৈত্যিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই মধ্যে দ্বিতীয় পক্ষের সন্তানদের মাঝে বেশি জমি রয়েছে এমন অভিযোগে তৃতীয় পক্ষের সন্তানেরা আদালতে মামলা করেন।
এ নিয়ে দ্বিতীয় ঘরের সন্তানেরা বাবা মান্নান সরকারের উপর ক্ষিপ্ত হয়। সোমবার বিকেলে সাড়ে পাচটার দিকে মনোয়ারা বেগম ও তার ছেলে মনিরের সাথে বাবা মান্নানের কথা কাটাকাটি ও ধাক্কা ধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে মান্নান সরকার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথেই মান্নান সরকারের মৃত্যু ঘটে। এসময় অন্যান সন্তানেরা মনোয়ারা বেগমের বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেন।
নিহতের বড় ঘরের সন্তান নাসির উদ্দিন জানান, বাবা কে জমির জন্য সৎবোন মনোয়ারা হত্যা করেছে। এর সাথে আরো ভাই বোনেরা জরিত আছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে মৌচাক ফাড়িঁ পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।