গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল ও পিকাআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।
নিহতরা হলেন উপজেলার মৌচাক তেলিরচালা পূর্বপাড়া এলাকার শামীম কাজীর ছেলে সিয়াম কাজী (১৮) সে হলি মডেল পাকলিক হাই স্কুল থেকে এবার এসএসসি পরিক্ষা দিয়েছেন। অপর বন্ধু হলেন সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার চিতইলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রুবেল আহম্মেদ (১৯)। রুবেল স্টারলিং পোষাক কারখানার শ্রমিক।
স্থানীয়রা নিহতের পরিবার সূত্র জানায়, সোমবার সন্ধ্যে সাড়ে সাতটার দিকে মৌচাক তেলিরচালা এলাকায় লগোজ কারখানার সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল করে সড়কভিভাজন পার হচ্ছিলেন এসময় মৌচাক থেকে ছেড়ে আসা অজ্ঞাতনামা পিকাআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুই বন্ধু নিহত হন। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে নিয়ে যায়।
তবে এ বিষয়ে নাওজোর হাইওয়ে পুলিশের তথ্য জানা নেই বলে ওসি শাহদাত হোসেন জানান, সড়ক দূর্ঘটনার বিষয়ে তথ্য জানার আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে যায়।