কালিয়াকৈর

কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা মোবাইল ফোন ডাকাতি

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক দোকানপাড় এলাকায় গত বৃহস্পতিবার রাত একটার দিকে র্দূধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা ইলেকটিক্স ও বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ আড়াই লাখ টাকা ও ছয়টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়।

ভুক্তভোগী ওই ব্যবসায়ী হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার কোলকান্দি গ্রামের ছুইমুদ্দিন আলীর ছেলে। ওই ব্যবসায়ী স্থানীয় সামসুদ্দিন স্পিনিং মিলে চাকুরীর পাশাপাশি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। ওই ব্যবসায়ী সামসুদ্দিন মিলের নিজস্ব কোয়াটারে থাকেন ।

প্রত্যক্ষর্দশীরা ও আহতের পরিবার সূত্র জানান গত বৃহস্পতিবার রাত একটার দিকে ব্যবসায়ীক কাজ সেড়ে দোকান বন্ধ করছিলেন। এসময় মহাসড়কের পাশে একটি সাদা হাইচ গাড়ি থেকে তিনজন অজ্ঞাতানাম ব্যক্তি চাইনিজ কুড়াল দিয়ে ওই ব্যবসায়ীর পিছনে এলোপাতারী কুপিয়ে সাথে থাকা ব্যবসায়ীক কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন ও নগত অর্থ ভর্তি ব্যাগ নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় আহত ব্যবসায়ীর ডাক চিৎকারে আসে পাশের লোকজন ছুটে এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা উত্তরা সিংচিং জাপান হাসপাতালে ভর্তি করেন।

আহত ব্যবসায়ীর শ্যালক এরশাদ হোসেন মুঠো ফোনে জানান গতকাল রাতে একটার দিকে রাজ্জাক ভাই দোকান বন্ধ করতে দোকানের প্রথম সাটার বন্ধ করে দ্বিতীয় সাটার বন্ধ করার সময় সড়কের পাশে দাড়িয়ে থাকা সাদা হাইচ গাড়ি থেকে তিন ব্যক্তি নেমে পিছন থেকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে ব্যাগে থাকা ছয়টি মোবাইল ও টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ওই ছয় মোবাইলে বিকাশ,নগদ ও রকেটের বিপুল পরিমান টাকা রয়েছে।

কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান গতকাল রাতে ছিনতাই ঘটেছে এমন কথা শুনেছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তিতে থানায় এসে অভিযোগ দিতে বলেছি ।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker