গাজীপুরের কালিয়াকৈরে বৈদ্যুতিক সট সার্কিটে অগ্নিকান্ডে একটি টিনসেট কলোনির ১৫ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নয়টার দিকে উপজেলার দক্ষিন মৌচাক আইস মার্কেট এলাকার রাসিদা আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল নয়টার দিকে ওই টিনসেট কলোনীর একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মূর্হতে আগুনের লেলিহান শিখা বাড়ির অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে দুইটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে পুড়ে গেছে ওই কলোনীর ১২ কক্ষ ।ক্ষতিগ্রস্থ পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৫ লক্ষ টাকা। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনর্চাজ ইফতেখার হাসান রায়হান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।