কালিয়াকৈরে নারী কর্মীদের মাঝে এলজিইডি’র চেক বিতরণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে সোমবার (১০ জুন) দুপুরে ”পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি”শীর্ষক প্রকল্পে এলজিইডি’র নারী কর্মীদের জমাকৃত সঞ্চয়ী চেক বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৯১ জন নারী কর্মীদেরকে ১কোটি ৮ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপ্লব পালের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরনে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।