কালিয়াকৈর
কালিয়াকৈরে অজ্ঞাত যুবককের লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাতনামা (৩৮) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ঢালজোরা ইউনিয়নের পুড়াটেঙ্গোর এলাকার ডুবাইল চরপাড়া নদীর পারে সড়কের পাশে থেকে লাশ উদ্ধার করা হয়। তবে এখনো র্পযন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।নিহতের পড়নে ছিলো খাকী পেন্ট ও সাদা র্সাট। নিহতের পায়ে ও হাতে জখমের চিহৃ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায়, সকালে ৬ টার দিকে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে ঘটানস্থল থেকে ওই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার এস আই আনোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থল লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো সনাক্ত হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদীন।