কালিয়াকৈর
কালিয়াকৈরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
গাজীপুরের কালিয়াকৈরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী।
উপজেলার বোয়ালী ইউনিয়নে পাবুরিয়া চালা এলাকায় সোমবার রাতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এ বাল্যবিবাহ বন্ধ করে দেয়া হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বোয়ালী ইউনিয়নের পাবুরিয়া চালা এলাকায় সোমবার রাতে আলতাব হোসেনের মেয়ের সাথে শ্রীপুর উপজেলার বারতোপা এলাকার আনোয়ার ইসলামের ছেলের সাথে বাল্যবিবাহ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ । পরে মেয়ের বাবা মুচলেকা দেন সে তার মেয়েকে বাল্যবিবাহ দিবেনা এমন শর্তে মেয়ের বাবাকে ক্ষমা করা হয় । মেয়েটি স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহমদ রেজা আল মামুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সিএ নুরুজ্জামান, স্থানীয় মেম্বারসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ