কালিয়াকৈরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ স্লোগানে গাজীপুরের কালিয়াকৈরে ‘আন্তর্জাতিক নারী দিবস’ পালিত হয়েছে।
মঙ্গলবার (০৮ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকওয়ার আকরাম সাকাপির ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ এর চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তারসহ মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপকারভোগী ‘কিশোর-কিশোরী ক্লাব’ এর শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
কালিয়াকৈর উপজেলায় নারী উদ্যোক্তাদের উতপাদিত পণ্যের মেলা, ২০২০-২০২১ সালের কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এর আওতার উপকারভোগীদের হেলথ ক্যাম্প উদ্বোধন ও আইজিএ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা প্রদানসহ দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।