মহিলা আ’লীগের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন
আজ ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি ভূমিকা ও সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) গত বছর ৩০ মার্চ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে নারী-পুরুষের সমতার দিক থেকে বিশ্বে ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬৫তম।
আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে সপ্তম। বাংলাদেশের নারীরা আজ সচিব, বিচারক, সশস্ত্র বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পৌর আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আ’লীগ ও পৌর মহিলা আ’লীগের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার, পৌর মহিলা আ’লীগের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, উপজেলা মহিলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা সরকারসহ উপজেলা মহিলা আ’লীগ ও পৌর মহিলা আ’লীগের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে নারী দিবস উপলক্ষে একটি শোভা যাত্রা চন্দ্রা ত্রিমোর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে নারীর নানা উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ ও দায়িত্ব পালনে ব্যপক ভূমিকা কথা ফুটে উঠেছে।