গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোডমিল এলাকায় বুধবার মধ্যরাতে সাজিনা আক্তার(২০) নারী পোষাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
সে ঘরের ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্রা করে ।পুলিশ বৃহস্পতিবার সকালে ঘরের দরজা ভেঙ্গে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে ।
নিহত নারী হলেন দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বাড়ই চেয়ারম্যান বাড়ি গ্রামের সাজেদুল ইসলামের মেয়ে ও একই জেলার বিরামপুর উপজেলার মুকন্দপুর গ্রামের সোহেল রানার স্ত্রী ।
তারা স্বামী স্ত্রী দুজনে উপজেলার পূর্ব চান্দরা বোডমিল এলাকার জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে লিডা কারখানায় চাকরী করতো ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় ৫ বছর আগে সোহেল ও সাজিনার পারিবারিক ভাবে বিয়ে হয় ।তাদের ঘরে সিনথিয়া নামের দুই বছরের কন্যা শিশু রয়েছে ।বিয়ের পর থেকেই তাদের মাঝে পারিবারিক কলহ লেগেই থাকতো ।
বুধবার ডিউটি শেষ করে তারা বাসায় এসে তুুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পযার্য়ে সোহেল গায়ে হাত তুলেন ।পরে রাত সাড়ে বারোটার দিকে ফের জগড়া হয় ।
এসময় সোহেল বাসা অভিমান করে বের হয়ে গেলে সাজিনা ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় উড়না পেচিয়ে আতœহত্যা করে ।এর ঘন্টাখানেক পর স্বামী ফিরে এসে দেখেন ঘরের দরজা বন্ধ এসময় জানালা দিয়ে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয় ।
এসময় তার চিৎকারে আসেপাশের লোকজন চলে আসে পওে বিষয়টি পুলিশকে জানালে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় ।এ ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে ।
কালিয়াকৈর থানার উপ পরির্দশক সুজিত জানান লাশ উদ্ধার করে গাজীপুর শাহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।অপমৃত্যুর মামলা রজু করা হয়েছে ।