গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ৫০০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ, এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রিত দুই লাখ পচিশ হাজার টাকা নগদ উদ্ধার করা হয় ।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব আইনে মামলা রজু করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ ।
এসময় মাদকদ্রব বহনকৃত ঢাকা মেট্রো গ-৩৩-৮৯৫৯ একটি প্রইভেটকার আটক করে পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলেন পাবনার ঈশ্বরদি উপজেলার রুপনগর গ্রামের আনছের আলীর ছেলে শাহাবুল আলম(৫৩),একই জেলার সুজানগর উপজেলার মনকোলা গ্রামের রতন মল্লিকের ছেলে সাদ্দাম হোসেন(২৯) ও রাজশাহীর দূর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের আতাহার আলীর ছেলে জুয়েল রানা (৩৫) ।
গ্রেফতার কৃত ব্যক্তিরা উপজেলার চন্দ্রা এলাকায় ভাড়া থাকতেন ।
পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার ভোড় ছয়টার দিকে উত্তরবঙ্গ থেকে ইয়াবাসহ চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টাঙ্গাইল মহসড়কের খাড়াজোড়া এলাকার উড়াল সেতুর মাথায় পুালিশ গাড়ি তল্লাসী করেন ।
এসময় মাদক বহনকারী প্রাইভেটকারটিকে সিগনাল দিলে পালিয়ে যাবার চেষ্টা করে পরে পুলিশ গাড়ি থামিয়ে দেহ তল্লাসী করে ৫০০০ পিচ ইয়াবা ও নগদ ২ লাখ পচিশ হাজার টাকা সহ পুলিশ তিনজনকে গ্রেফতার করে ।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন মোঃ জোবায়ের বলেন গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে ৫০০০ পিচ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে ।আর গ্রেফতারকৃতদেরকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।