গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে মনিটরিং করতে ভ্রাম্যমান আদালতের অভিযানে এসে ব্যাবাসীদের হামলার শিকার হয়েছেন কালিয়াকৈর সহকারী কমিশনার(ভূমি) দিল আফরোজ । প্রশাসনিক র্কমর্কতাদের উপরেও হামলা করে বাজার ব্যবসায়ীরা ।পরে খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশনে আসেন উপজেলা র্নিবাহী র্কমর্কতাসহ পুলিশ ও আনসার সদস্যরা ।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায় মঙ্গলবার দুপুরে মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় চালান না রাখার অভিযোগে দুই দোকানদারকে জরিমানা করার পর, স্থানীয় ছাত্র ও দোকানদারদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সহিংস হলে ম্যাজিস্ট্রেট ও তার সঙ্গী কর্মকর্তারা দ্রুত স্থান ত্যাগ করেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক জাফর আলী খান জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউসার আহাম্মেদ জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।