গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পাচলক্ষী এলাকায় চন্দ্রা টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে সোমবার বিকালে কভার্ডভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাফসা আক্তার মীম (২০) নব বধুর মৃত্যু হয়েছে। নিহত নববধু চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী।ঘাতক কভারভ্যানটি স্থানীয় এপেক্স কারখানার মালামাল বহন করতেন।
নিহত হলেন, উপজেলার বোয়ালী ইউনিয়নের বান্দাবাড়ি এলাকার আবুল হাশেমের মেয়ে ও জামালপুর সদর উপজেলার তেতুলীয়া গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী। গত ২৫ অক্টোবর শুক্রবার পারিবারিক ভাবে হাফসা ও মোতালেবের বিয়ে হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে চন্দ্রা টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের কালামপুর পাচলক্ষী মোড়ে এপেক্স কারখানার সংলগ্ন ওই কারখানার কভার ভ্যানের ধাক্কায় মোটর সাইকেলে থাকা নব দম্পতির মধ্যে ঘটনাস্থলেই হাফচা আক্তার মীম নিহত হয়। গুরুতর আহত হয় তার স্বামী মোতালেব।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর শুক্রবার ওই দম্পতির বিবাহ সম্পন্ন হয়। সোমবার সকালে উপজেলার সফিপুরের রতনপুর এলাকা থেকে সিনাবহ নানার বাড়ি যাবার উদ্দেশ্যে ওই দম্পতি বের হয়।
কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৯৯৯ লাইনে ফোন পেয়ে ঘটনাস্থলেই পৌঁছানোর আগেই নিহতের পরিবার লাশ নিয়ে বাড়িতে চলে যান।