গাজীপুরবিএনপি

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

গাজীপুরের কোনাবাড়ি মেট্রো থানার জরুন এলাকায় মঙ্গলবার সকালে পোশাক তৈরির কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন, বিএনপির কর্মী আলম খন্দকার, বাদল খন্দকার, শামীম খন্দকার, জহিরুল খন্দকার ও বাবুল হোসেন।

এলাকাবাসি ও পুলিশ জানান, গাজীপুরের কোনাবাড়ি জারুন এলাকায় এসট্রো নীট ওয়্যার লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকরর্মীরা ঝুট (পরিত্যাক্ত মালামাল) ব্যবসা করে আসছিল। কিন্তু সরকার পতনের পর জেলার কারখনাগুলির ঝুট নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ওই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করে গাজীপুর মহনগরীর ৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মো: সালাউদ্দিন, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিপ্লব খান। তাদের নেতেৃত্বে ওই কারখানা থেকে মঙ্গলবার সকালে ঝুট বের করতে যায় তাদেও দলীয় কর্মীরা।

এসময়ে একই ওয়ার্ডের সাবেক বিএনপির নেতা জহিরুল ইসলাম ও বাবুল হোসেনের নেতৃত্বে বিএনপির কর্মী আলম খন্দকার, বাদল খন্দকার, শামীম খন্দকারসহ ১০-১৫ জন তাদের ঝুট মালামাল বের করতে বাধা সৃষ্টি করে। এসময়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সালাউদ্দিন, বিপ্লব খান, পাভেল হোসেন, পলাশ মিয়াসহ প্রায় ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা ও কুপিয়ে জখম করে। এতে আলম খন্দকার, বাদল খন্দকার, শামীম খন্দকার, জহিরুল খন্দকার ও বাবুল হোসেন মারাত্নক জখম হয়। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় সালাউদ্দিনসহ তাদের দলীয় নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে বাড়ি চলে যায়।

৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, অনেকেই ঝুট ব্যবসায় জড়িত হওয়ার চেষ্টা করছেন। কিন্তু তিনি এই ঝুট ব্যবসার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন। ওই কারখানায় বিএনপি নেতা সালাউদ্দিন ঝুট ব্যবসা করে। তাদেরও বাধা দিতে গিয়েছিল আরেকটি বিএনপির পক্ষ। তখন দুই পক্ষের সংঘর্ষ হয়।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাটি আপনারা যেমন শুনেছেন তেমন নয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। একজন হয়তো সামান্য আহত হয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এঘটনায় কোনপক্ষ মামলা দিতে আসেনি।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker