কোনাবাড়ীতে সাবেক মেয়র জাহাঙ্গীরের কাছে বকেয়া পাওনার দাবীতে শ্রমিকদের মানববন্ধন
গাজীপুরের কোনাবাড়ীতে বন্ধ করে দেওয়া পোশাক তৈরির কারখানার শ্রমিকরা বকেয়া পাওনার দাবীতে শুক্রবার সকালে কারখানার সামনে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধন করেছেন।
কোনাবাড়ী বাসষ্টেশন এলাকায় এনটিকেসি নামের একটি পোশাক তৈরির কারখানাটি সাবেক গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম গত২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বন্ধ করে দেন। তিন মাসের বকেয়া থাকলেও সেই সময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম শ্রমিকদের পরিশোধ করেনি। ফলে সেই তিন মাসের তিন হাজার শ্রমিকের বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় মনবন্ধনে বক্তৃতা করেন, শ্রমিক সিরাজুল ইসলাম, মারুফ হোসেন, সম্রাট মিয়া ও শান্ত ইসলাম প্রমুখ।
শ্রমিকদের অভিযোগ, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রায় ৩ হাজার শ্রমিকের তিন মাসের বেতন ও সার্ভিস চার্জের টাকা পরিশোধ না করে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ক্ষমতার দাপট দেখিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেন।
কারখানা বন্ধের পর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা বলে তার বাসায় ডেকে নিয়ে যান সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তখন জাহাঙ্গীর আলম, বেতন পরিশোধ না করে জোরপূর্বক আইডি কার্ড রেখে সাদা কাগজে স্বাক্ষর রেখে বাসা থেকে বের করে দেন। মানববন্ধনে শ্রমিকদেও সকল পাওনা টাকা যাতে পেতে পারে এই জন্য অন্তর্র্বতী সরকারের কাছে দাবী জানান।