গাজীপুর

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে সোমবার রাতে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ‘কিলার আব্বাস’ ওরফে আব্বাস আলী। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার মো: আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৩ আগষ্ট) দুপুরে সাংবাদিকদের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, আব্বাস আলীর জামিনের যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে ও অন্য কোন সংস্থার আপত্তি না থাকায় সোমবার রাত সোয়া ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

অপরদিকে সোমবার রাত ৮টার পর থেকে শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগিনা ও স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেটকার নিয়ে প্রস্তুতি নেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মূল ফটক দিয়ে বের হয়ে পশ্চিম দিকে চলে যায়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কিলার আব্বাস ও তার স্বজনরা কথা বলতে রাজি হয়নি।

কারাগার সূত্রে জানা গেছে, কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। তার পিতার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম এই কিলার আব্বাস নামে পরিচিত ছিলেন।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় হত্যা মামলা করা হয় তার বিরুদ্ধে।সেই হত্যা মামলায় ২০০৩ সালের ১৪ ফেব্রæয়ারী গ্রেফতার হন তিনি ।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker