পুনম শাহরীয়ার ঋতু, প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জাতীয় শুদ্ধাচার কৌশল ও নৈতিকতা কমিটি ২০২৩-২৪ অর্থ বছরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) সকালে বিডিইউ’র সেমিনার কক্ষে অংশীজনের অংশগ্রহণে ও বিডিইউ’র জাতীয় শুদ্ধাচার কৌশল ও নৈতিকতা কমিটির উদ্যোগে “শিক্ষার গুণগত মান উন্নয়ন” র্শীষক সভা অনলাইনের মাধ্যমে আলোচনা সবা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় বিডিইউর জাতীয় শুদ্ধাচার কৌশল ও নৈতিকতা কমিটির আহবায়ক এবং শিক্ষা প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান, সহকারী অধ্যাপক মো: আশরাফুজ্জামানের সভাপতিত্বে ও কমিটির ফোকাল পয়েন্ট ও সেকশন অফিসার এ কে এম ইমরান হোসাইন এর সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম, পিইঞ্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিইউর মাননীয় উপ- উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম জোয়ার্দার, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ,কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:আবদুস সাত্তার, বিডিইউ এর প্রোগ্রাম অনিত কুমার রায়, শিক্ষা প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বিনতে তাপশী সহ প্রমূখ। এসময় সভায় অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। বিশ্ব পরিমলে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক, বিশিষ্ট নাগরিকবৃন্দ অনলাইনে যুক্ত ছিলেন।