পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামে শুক্রবার(৮ সেপ্টেম্বর) সকালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে মিনারা আক্তার নামের শিক্ষার্থী। সে হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের গোয়ালবেথ গ্রামের মাজহারুল মিয়ার মেয়ে। প্রেমিক হলো জাথালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান আশিক।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান আশিক এক বছর আগে স্থানীয় আলাল সিকদার উচ্চ বিদ্যালয় পুড়োয়া ও শিক্ষার্থী স্কুলে যাওয়া আসার পথে নানা সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। পরে এক সময় আশিকের সাথে ঐ শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠলে। এ সুযোগে আশিক মিনারা আক্তারকে বেড়ানোর কথা বলে বিভিন্ন জায়গায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তুলে। অপরদিকে ঐ প্রেমিকা আশিককে বিয়ের জন্য চাপ দিতে থাকলে বিভিন্ন অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চলে যান। পরে কোন উপায় না পেয়ে ঐ শিক্ষার্থী বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে শুক্রবার সকাল থেকে অবস্থান করে। এ সময় প্রেমিকের অভিভাবকরা ঐ শিক্ষার্থীকে শারিরিক নির্যাতন করে বাড়ি থেকে সরানোর বহুবার চেষ্টা করে।
এ ঘটনায় ফুলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, প্রেমের সম্পর্কে ঐ মেয়ের সাথে একাধিকবার দৈহিক সম্পর্ক গড়ে তুলেছে। বিষয়টি খুবই দুঃখজনক। পরে এলাকার মাতব্বরগণ এ বিষয়টি নিয়ে সমাধান করার চেষ্টা করে। কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) সোহেল মোল্লা জানান, ঘটনাটি প্রেম গঠিত। তবে মেয়ের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।