আজ ঐতিহাসিক ৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালে ৭ মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে “ঐতিহাসিক ৭ই মার্চ” ২০২২ জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষে সালনা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে হাইওয়ে পুলিশ বক্সের পাশে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সালনা হাইওয়ে থানা ইনচার্জ ফিরোজ হোসেন এর সভাপতিত্বে এসময় আলোচনা সভার উপস্থিত ছিলেন- এলাকার মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্য বৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে ফিরোজ হোসেন বলেন- “আজ ঐতিহাসিক ৭ ই মার্চ, ১৯৭১ সালের আজকে এই দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান অসীম সাহসীকতার সাথে ঢাকার রেসকোর্স ময়দানে বিকাল ৩:২০ মিনিটে লাখ জনতা উদ্দেশ্যে বজ্রকন্ঠে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেন তা ছিল মুলত বাঙ্গালী জাতীর মুক্তির সনদ। তিনি তৎকালিন রাজনৈতিক পরিস্থিতি বাঙ্গালীর আবেগ ও স্বপ্নকে এক সূত্রে গেথে বজ্রকন্ঠে ঘোষনা করেন ”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি জনগোষ্টির মুক্তির মহাকাব্য। গণতন্ত্র ও বিশ্বমানবতার মুক্তির সংগ্রামে এ ভাষণ যুগেযুগে অনুপ্রেরণা যোগাবে। এ ভাষণে প্রথম অংশে ছিল ইতিহাস দ্বিতীয় অংশে বাঙ্গালীর জাতির উপর নির্যাতন নিপীড়নের কথা এবং শেষাংশে ছিল বাঙ্গালী জাতির মুক্তির ডাক। এ ভাষণ পাল্টে দিয়েছে একটি দেশের মানিচিত্র, জাতীয় পতাকা, জাতীয় সংগীত। এ ভাষণ শুধু বাঙ্গালী জাতীর জন্যই নয় বিশ্ব মানবতার জন্য একটি মহামূল্যবান দলিল। যার কারনে ইউনেস্কো ২০১৭ সালে বঙ্গুবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ কে স্বীকৃতি প্রদান করেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.