কালিয়াকৈরে দলিল লেখকদের কর্মবিরতি ভোগান্তির শিকার সেবা প্রাপ্তি ব্যক্তিরা
গাজীপুরের কালিয়াকৈসরা উপজেলায় সরকারী বিধি-নিষেধ উপেক্ষা করে অবৈধভাবে দলিল সম্পাদন না করায় রোববার দিনব্যাপি কর্মবিরতি পালন করছেন দলিল লেখক সমিতি। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
উপজেলা সাব-রেজিষ্টার অফিসের কর্মকর্তাদের দাবী,কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার জমির শ্রেনী পরিবর্তন, নকল পর্চা নামজারি জমাভাগ তৈরি ও সরকারী ক গ্রেজেটভুক্ত সম্পত্তিসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে দলিল সম্পাদন করার চেষ্টা করেন কিছু দলিল লেখক। এতে উপজেলা সাবরেজিষ্টার মো: আমির হামজা এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হলে এতে ওইসব দলিল লেখক সিন্ডিকেট চক্রের সদস্যরা ক্ষিপ্ত হয়ে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন। ফলে একদিনের সরকারী রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। অপরদিকে চরম ভোগান্তির শিকার হয়েছেন সেবা নিতে আসা সাধারন মানুষ।
কালিয়াকৈর দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, দলিলের অবিকল নকল উঠাতে দ্বিগুন টাকা নির্ধারণ করাসহ কয়েকটি কারণে আমরা কর্মবিরতি পালন করছি। তবে আলোচনা করে সমাধান হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে। অভিযোগের বিষয়টি অস্বীকার করে তিনি আরো জানান, জমির শ্রেণি পরিবর্তন, নকল পর্চা নামজারি জমাভাগ তৈরি ও সরকারী ক গ্রেজেটভুক্ত সম্পত্তিসহ বিভিন্ন অনিয়মের অনিয়মের মাধ্যমে এখন আর দলিল হয় না।
উপজেলা সাব রেজিষ্টার মো: আমির হামজা জানান, দলিল লেখকদের কর্মবিরতির বিষয়টি জানা নেই। এখানে প্রতিদিন শত শত দলিল রেজিষ্ট্রী হলেও আজকে মাত্র একটি দলিল রেজিষ্ট্রী করা হয়েছে। এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। তবে সরকারী বিধি মোতাবেক তাদের কাজ করতে বললে দলিল লেখকরা বিভিন্ন দাবী তোলে সরকারী আদেশের বিরোধীতা করে আসছে। এছাড়া কর্মবিরতির নামে জনগনকে হয়রানি করলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।