কালিয়াকৈরে দৈনিক সময়ের আলো পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার মাগবাথান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাব অডিটোরিয়াম হলে প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেহেদীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল সাত্তার, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সরকার আবদুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি কবি এম তুষারী, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজজামান সেতু, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.