গাজীপুর
ছাত্র-ছাত্রীদের নিরাপদে মহাসড়ক চলাচলের হাইওয়ে পুলিশের আলোচনা সভা
গাজীপুরের কালিয়াকৈরের সানা হাইওয়ে থানার উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মহাসড়ক পারাপার সহ নানা সচেতনতা মূলক আলোচনা সভা।
রবিবার সকালে উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুল প্রাঙ্গনে সালনা হাইওয়ে থানার নেতৃত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, সালনা হাইওয়ে থানার ইনচার্জ ফিরোজ হোসেন, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাশ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও সালনা হাইওয়ে থানার পুলিশ সদস্য বৃন্দরা।
এ সময় স্কুলের ছাত্র ছাত্রীদের নিরাপদে মহাসড়ক পারাপার ও ফ্লাইওভার ব্রীজ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়।এছাড়া হাইওয়ে পুলিশের কাজে সহায়তা মূলক সহযোগিতা চায়।মহাসড়কে চলাচলের বিভিন্ন বিষয়ে জনসাধারণ কে সচেতন করতে ছাত্র ছাত্রীদের আহ্বান করেন।