গাজীপুর
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, ২২টি কক্ষ ভূস্মিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ির ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গিয়েছে।
সোমবার(২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এ অগ্নিকান্ড ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ‘কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাবেক পুলিশ কর্মকর্তা সেলিমের বাড়িতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাড়ির ২২টি কক্ষের আসবাবপত্র সহ মূল্যমান জিনিসপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’