ফরিদপুর

চরভদ্রাসন উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনে নিহত শিক্ষার্থীদের স্মরণ

মোমবাতি প্রজ্বলন করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে করেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বিএস ডাঙ্গী স্বাধীনতা ভাস্কর্যে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে।

এ সময়  শত শত শিক্ষাথীদের  হাতে মোমবাতি প্রজ্বলন করে স্বাধীনতা ভাস্কর্যে ঘণ্টাব্যপী অবস্থান করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের প্রতি শোক প্রকাশ করে।

শিক্ষার্থীরা জানান, ‘তাদের আন্দোলন এখনো শেষ হয়নি। শেখ হাসিনার পদত্যাগের পর যে নৈরাজ্য তৈরি হয়েছে, তা রুখতে হবে। তারা আগেও রাজপথে ছিল, এখনো রাজপথে থাকার কথা জানিয়েছেন। এ সময়টি খুবই গুরুত্বপূর্ণ তাই সব শিক্ষার্থীদের তৎপর থাকার আহ্বান জানান। সেই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বীসহ রাষ্ট্রের জানমাল রক্ষা করতেও কাজ করবেন তারা।

Author

দ্বারা
সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি)

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker