গতকাল বুধবার, ৬ জুন, দোহার উপজেলা পরিষদের এডিপির অর্থায়নে রাইপাড়া ইউনিয়ন এর ৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার তিন তিনবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব মো: আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অধিকাংশ প্রাইমারি স্কুল গুলো আগে ভাঙ্গা চোড়া ছিল, স্কুলের ভেতর দিয়ে পশুপাখি আসা যাওয়া করতো। বর্তমানে সেসব প্রাইমারি স্কুল গুলো বহুতল ভবন করা হয়েছে এবং লেখাপড়ার পরিবেশ তৈরি হয়েছে। তিনি পারিবারিক স্মৃতিচারণ করে বলেন, ছেলে-মেয়েদের মানুষ করে গড়ে তোলার পেছনে ‘মা’ এর অবদান অনস্বীকার্য। শিশুদের উন্নতির ক্ষেত্রে মায়েদের ভূমিকা ৯৯ ভাগ বলে তিনি উল্লেখ করেন।
টিফিন বক্স বিতরণি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: জাকির হোসেন এবং দোহার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জনাব মো: গিয়াসউদ্দিন সোহাগ। এতে সভাপতিত্ব করেন, রাইপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন।