চট্টগ্রাম

সাতকানিয়ায় সাবেক ইউপি মেম্বার মোরশেদকে গুলি করে বীরদর্পে চলে গেলো সন্ত্রাসীরা

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৩নং নলুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব গাটিয়াডেঙ্গা হাঙ্গরমুখ বাজারে সাবেক ইউপি মেম্বার মোরশেদকে গুলি করে বীরদর্পে চলে যায় সন্ত্রাসীরা।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় , সাবেক ইউপি মেম্বার মোরশেদ আলম দীর্ঘদিন ধরে ৩ নং ইউপি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিভিন্ন সময়ে এলাকার অবৈধ মাটি কাটা, ইয়াবা ব্যবসা, বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। এতে একটি মহল তার বিরুদ্ধে আগে থেকে ক্ষুব্ধ ছিল।

গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার সময় সন্ত্রাসী তুর্কী, টাইগার ফারুক ও মিজানুর ইসলাম টিটুর নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা মোরশেদের ওপর হামলা চালায়। এসময় এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন তিনি। ঘটনা জানতে পেরে এলাকার জনগণ এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরবর্তীতে এলাকার লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে। আহত মোরশেদের অবস্থা আশংকাজনক হলে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

বর্তমানে ভিকটিম চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ২৮নং ওয়ার্ডের ২৫নং বেডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এলাকাবাসীরা জানান, গুলিবিদ্ধ মোরশেদ গতকাল রাত সাড়ে ৯টায় হাঙ্গরমুখ বাজারে চায়ের দোকানে বসে চা পান করছিলেন।

এমন সময় অতর্কিতভাবে সন্ত্রাসী তুর্কী, টাইগার ফারুক ও মিজানুর ইসলাম টিটুসহ চারটি সিএনজি করে এসে একদল সশস্ত্র সন্ত্রাসী সাবেক ইউপি মেম্বার মোরশেদকে ছুরিকাঘাত, বন্দুকের নল দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি গুলি করে বীরদর্পে চলে যায়।

এই বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কল করে পাওয়া যায়নি। ডিউটি অফিসার মোস্তাককে কল করে জানতে চায়লে উক্ত বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

Author

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker