অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
তিনি মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ফেনী সদরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলা বিএনপির সাথে ফেনী জেলা শাখার পূজা উদযাপন পরিষদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, পতিত স্বৈরাচারের পতনের পর থেকে দেশকে নিয়ে তারা নানা ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু বিএনপি জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওই অপশক্তি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। তাই এবারও বিএনপি জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। আগের চেয়ে আরও বেশি উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি পূজা মণ্ডপে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে টিম করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের পাশে থাকে।
ফেনি জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি হিরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সহদেব চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় সদস্য জিয়া উদ্দিন মিস্টার, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জালাল উদ্দিন মজুমদার, মশিউর রহমান বিপ্লব, ফেনি জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থ, ফেনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট পার্থ পাল, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ফেনি জেলার সভাপতি সুখদেব নাথ, সহ সভাপতি অ্যাডভোকেট সমীর কর, সাধারণ সম্পাদক লিটন সাহা, ফেনি জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ প্রমুখ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.