চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন চেয়ারম্যানের পদ শূন্য হওয়ায় নতুন চেয়ারম্যানের জন্য উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুলাই।
বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, ৫ জুলাই মনোনয়ন যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, ১১ জুলাই প্রতীক বরাদ্দ ও ২৭ জুলাই ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। এরপর থেকে ইউনিয়ন চেয়ারম্যান এর পদটি খালি ঘোষণা করা হয়।