বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় যুবলীগ নেতা রবিন গ্রেফতার
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় রবিন নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) রাতে মহানগর ডিবি পুলিশের সহযোগিতায় বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় **রবিন** নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ জুন) রাতে মহানগর ডিবি পুলিশের সহযোগিতায় বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিন নগরীর বাকলিয়া থানাধীন, বেবীর বাড়ী ২নং রোড বাস্তহারা, মৃত মোঃ দিলদার ও মাতা নুর বেগমের ছেলে। সে চট্টগ্রাম অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
যুবলীগ নেতা রবিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) **মোঃ আফতাব উদ্দিন**। তিনি বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে চান্দগাঁও থানায় দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসামি রবিন। তাকে বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”
প্রসঙ্গত, যুবলীগ নেতা রবিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদক, হত্যা, মারামারি, অপহরণ সহ বেশ কিছু মামলা রয়েছে।