ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। নবীনগর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের জমিদার বাড়ির বালুচর মাঠের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব চোরায়ের যাওয়া মোটরসাইকেল জব্দ করেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার জমিদার বাড়ির বালুরচর মাঠের পাশের আরফাতুল ইসলামের গোডাউনে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় পুলিশ আসার উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক তথ্যগুলো নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবত একটি চক্র এলাকায় চোরাই মোটরসাইকেল বেচাকেনা করছে। তাদের মধ্যে অন্যতম নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফাতুল ইসলাম।

এ অভিযান পরিচালনা করার সময় সে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Author

মো: মেহেদী হাসান, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker