ব্রাহ্মণবাড়িয়া

উস্তাদুল হুফ্ফাজ আইয়ূব আলী সাহেব (রহ.) এর মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ উস্তাদুল হুফ্ফাজ হাফেজ মাওলানা আইয়ূব আলী সাহেব (রহ.) এর মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১২/৩/২৫) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র কুমাড়শীল মোড়ে অবস্থিত মদীনা মসজিদের ৩য় তলায় উক্ত অনুষ্ঠানটি শুরু হলে ধীরে ধীরে মরহুম উস্তাদের ছাত্র, মুহিব্বীন ও দাওয়াতি মেহমানগণ উপস্থিত হতে থাকেন।

দেলোয়ার হোসাইন মাহদী’র সঞ্চালনায় অস্ট্রিয়ার ইসলামিক কালচারাল মসজিদের ইমাম ও খতীব ড. আব্দুল মাতীন আজহারীর ব্যবস্থাপনায় ইফতার মাহফিলটি শুরু হলে এতে বক্তব্য রাখেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা মরহুম উস্তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আইয়ূব আলী সাহেব (রহ.) ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া ও বড় মসজিদে খেদমত করে গিয়েছেন। তিনি একজন ইমেজওয়ালা ব্যক্তি ছিলেন। তাঁর ছাত্ররা বিশ্বের বিভিন্ন জায়গায় দ্বীনের খেদমত করে যাচ্ছেন। এটা তাঁর বড় সফলতা।

এসময় তাঁর সুযোগ্য সন্তান শায়খুল হাদীস মুফতি জুনাঈদ আইয়ূবী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমার বাবা রাত গভীর হলে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না কান্নাটি করতেন। তাঁর কান্নাকাটির বরকতে আলহামদুলিল্লাহ আজ আমরা বড় বড় জায়গায় খেদমতে নিয়োজিত আছি।

ড. আবদুল মাতীন আজহারী সমাপনী বক্তব্যে মরহুম উস্তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমার মরহুম উস্তাদের গভীর রাতের কান্নাকাটি বরকতে আজ আমরা ইউরোপের বিভিন্ন জায়গায় শত শত মসজিদ নির্মাণ করতেছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের উস্তাদের সফলতা। পরিশেষে দোয়ার পরে ইফতার গ্রহণের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত হয়

Author

মো: মেহেদী হাসান, ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ জুন থেকে মিশন ৯০ নিউজে ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker