ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে এবং তারই এক মেয়ে আহত হয়েছে। ঘটনাটি পৌর শহরের খারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতদ্বয় হলেন খারপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪১), তার ছেলে আরিফ মিয়া (২০)। এবং নিহত কুলসুমের এক মেয়ে সানজিদা আক্তার (১৫) আহত হয়েছেন। এ ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবরটি ছড়িয়ে পড়লে এক নজর দেখতে বাড়িতে শতশত লোকজন ভীড় করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ জানান, সুমন মিয়া বাড়িতে রঙিন টিন দিয়ে নতুন ঘর বানিয়েছেন। নতুন ঘরে বিদ্যুতের লাইন টেনেছেন। ছেলে আরিফ বিদ্যুতের কাজ জানতেন। আরিফ নিজেই ঘরে বিদ্যুতের লাইনে কাজ করছিলো। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তার মা কুলসুম বেগম তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এসময় আরিফের বোন সানজিদা তাদেরকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরিবারের লোকজনের আর্তচিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে তিনজনকেই উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষনা করেন। আহত বোন সানজিদাকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তার অবস্থাও আশংকাজনক। পরে নিহতদের লাশ বাড়িতে নিয়ে আসলে এক হৃদয় বিদায়ক দৃশ্য তৈরি হয়। স্বজনদের আহাজরিতে প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন।
তিনি আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়েছি। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।