ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির মাংস কাটাকে কেন্দ্র করে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ, দুই ভাই পলাতক
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোরবানির মাংস কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বড় ভাই দুলাল মিয়াকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ছোট ভাই রুবেল ও আলমগীরের বিরুদ্ধে। অভিযুক্ত দুই ভাই ঘটনার পর থেকে পলাতক।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোরবানির মাংস কাটাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বড় ভাই দুলাল মিয়াকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই ছোট ভাই রুবেল ও আলমগীরের বিরুদ্ধে।
শনিবার (৭ জুন) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে রোববার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত দুলাল মিয়া ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি ও অন্যান্য বিষয় নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ঈদের দিন কোরবানির মাংস ছোট-বড় করে কাটাকে কেন্দ্র করে দুলাল মিয়ার সঙ্গে তার ছোট দুই ভাইয়ের তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে দুই ভাই দুলালকে মারধর করে এবং মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ পরিবারের।
অচেতন অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন:
“ঘটনাটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত দুই ভাই ঘটনার পর থেকেই পলাতক। পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।