চট্টগ্রামবিএনপি

অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করুন: ডা. শাহাদাত হোসেন

কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার করুন। রামপুরা, হালিশহরসহ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে চিহ্নিত অস্ত্রবাজরা ঘুরে বেড়াচ্ছে। তারা তাদের অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। সন্ত্রাসী কার্যকলাপ করে বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। গত ১৬ বছর ধরে যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে এই এলাকার কমিশনার আব্দুস সবুর লিটনের নেতৃত্বে সে সব সন্ত্রাসী ছিল, তাদের বেশির ভাগই চিহ্নিত সন্ত্রাসী, মামলার আসামি। অথচ তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, যা উদ্বেগজনক। অনতিবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে এলাকাকে সন্ত্রাসমুক্ত করার জন্য আহ্বান জানান তিনি।

তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ২৫নং রামপুরা ওয়ার্ডের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এরপর তিনি যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুনের মায়ের কবর জিয়ারত করেন।

Image

ডা. শাহাদাত বলেন, আমরা মনে করি জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক, সন্ত্রাসবিহীন, পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী এবং গণতান্ত্রিক ধারা আমরা অব্যাহত চাই। অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন জনগণকে উপহার দিবে। সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার গিয়ে অবশ্যই সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করবে। পাশাপাশি বিএনপি যে ৩১ দফা দাবি উত্থাপন করেছে তা অবশ্যই পূরণ করবে। 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসেম, মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সহিদ মো: চৌধুরী, হালিশর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, বিএনপি নেতা মোশারফ জামাল, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, মোহাম্মদ আরজু, আনোয়ার কাফি মুন্না, আলী হায়দার, মোহাম্মদ সাইদুল, আব্দুল গফুর বাবুল, মোহাম্মদ সিরাজ, মো: সলিমুল্লাহ, ডা: ইসহাক মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ মিয়া, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রহিম, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ রাজু, মো: সিজান, মো: রাজু খান প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ারুল কাফি মুন্নার মাতার মৃত্যুতে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে তার বাসায় যান এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts sent to your email.

মোহাম্মদ ইসমাইল (ইমন), স্টাফ রিপোর্টার

পেশায় একজন সাংবাদিক। তিনি ৩০ মে থেকে মিশন ৯০ নিউজে চট্টগ্রাম বিভাগীয় এলাকায় স্টাফ রিপোর্টার হিসেবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker