বরগুনার আমতলীর চাওড়া ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মোমেন আকনের উপর সন্ত্রাসী হামলার বিচার ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল ১১ টায় আমতলী একেস্কুল সড়কের যুবদল অফিস থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে চৌরাস্তায় পথসভার মধ্যে দিয়ে শেষ হয়। উপজেলা যুবদলের আহবায়ক মো: কবির উদ্দিন ফকিরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব, জালাল আহমেদ খান, যুবদল যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন মামুন, আব্দুর রাজ্জাকসহ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব ব্যাপারী দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাউনিয়া খালে মাছ চাষ করে একাই ভোগ দখল করে আসছেন। গ্রামবাসীদের অভিযোগের পর এবং চাওড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা সফেজ প্যাদার নিকট থেকে খবর পেয়ে মোমেন আকন (১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টার সময় ২-৩ জন কর্মী নিয়ে ঘটনা জানার ঘটনাস্থলে যাওয়া মাত্র মাহবুব ব্যাপারীর নেতৃত্বে ৩০-৪০ জনে মিলে ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মোমেন আকনকে।
এ ঘটনায় মোমেন আকনের ছোট ভাই ঐ দিন রাতেই ২১ জনকে আসামী করে আমতলী থানা মামলা দায়ের করেন।
এ মামলায় ঘটনার মুল হোতা মাহবুবসহ আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবীতে উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ এ বিক্ষোভ মিছিল পথসভা করেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.