বরগুনার আমতলীতে কর্মরত সাংবাদিকদের সাথে বরগুনা সদর, আমতলী ও তালতলীর বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি আমতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড: গাজী তৌহিদুল ইসলাম।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় আমতলী আইনজীবি সমিতিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সদস্যসচিব মো: জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি আমতলীর সন্তান অ্যাড: গাজী তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল উদ্দিন ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: নাসির উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: মকবুল আহমেদ খান, পৌর বিএনপির আহবায়ক মো: কবির উদ্দিন ফকির, সদস্য সচিব মো: জালাল আহমেদ খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুকুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রুস্তম আলী আকন, আমতলী সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: জালাল উদ্দিনমৃধা, গুলিশাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাড: জসিম উদ্দিন, কুকুয়া ইউনিয়ন যুবদল আহবায়ক অ্যাড: মাহবুবুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাইনুদ্দিন মামুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জামাল খান, আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: ফরুক মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সাইদ জুবেরী, আমতলী সরকারী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মনির ডাকুয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড: গাজী তৌহিদুল ইসলাম বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমতলী তালতলী বরগুনা সদরে কোন দখল বাজি চাঁদাবাজি চলবেনা। এই জনপদে কোন চাঁদাবাজ দখলদারের স্থান হবেনা। যদি এ ধরনের কোন ঘটনা কেহ ঘটায় আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করবো।
তিনি আরো বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু নাই আমরা সবাই বাংলাদেশি। বিএনপি নেতাদের উদ্ধেশে বলেন বিএনপিতে যেন কেহ অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.