হাফ ভাড়া সপ্তাহের সাত দিনেই সারা দেশে চালু হচ্ছে
২০২১ সালে টানা আন্দোলনের মুখে ছাত্রদের বাস ভাড়া অর্ধেকের দাবি মেনে নিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি। তবে জুড়ে দিয়েছিল কয়েকটি শর্ত।
শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার বিষয়টি নিয়ে তখন সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। জানান, হাফ ভাড়া কার্যকরের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন তারা।
তিনি বলেছিলেন, ‘সবদিক আলাপ-আলোচনা করে আমরা স্থির করেছি, ছাত্রদের যে দাবি, সেই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে সেই দাবি কার্যকর করার জন্য। অতি দ্রুত ছাত্রদের বাসে হাফ ভাড়া কার্যকর করা হবে।’
তবে তা এখন সংশোধন করে সপ্তাহে ৭ দিনেই স্টুডেন্টদের চলাফেরা সুবিধার্থে হাত ভাড়া কার্যকর করা হয়েছে। অর্থাৎ শুক্রবার কিংবা সরকারি বন্ধের দিনও উক্ত হাফ ভাড়া কার্যকর থাকিবে। এ বিষয়ে বরিশাল বাস সমিতির এক সদস্য জানায়, ‘ছাত্র-ছাত্রীরা আমাদের দেশের ভবিষ্যৎ আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন। যতটুকু করতে পারব ততটুকু আমরা করার চেষ্টা করব।’