সারাদেশ

ফেনীতে পিকআপের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

ফেনীতে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দিলে পাঁচজন ঢালাই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

আহত শ্রমিকরা জানিয়েছেন, তারা চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ফেনী ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই ফেনী শহরের সুলতানপুর এলাকায় থাকতেন। তাদের বাড়ি ভোলা ও রংপুর এলাকায় বলে জানা গেছে।

ফেনী হাইওয়ে পুলিশের ওসি হারুন অর রশিদ জানান, লেমুয়া ব্রিজের পাশে হাফেজিয়া মাদ্রাসার সামনে দাড়াঁনো পিকআপ ভ্যানের পিছন থেকে কার্ভার ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন মারা যায়।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker