লক্ষ্মীপুরে বিএম ডিসি অ্যাক্ট ২০১০ বাতিলসহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা চিকিৎসকরা মানববন্ধন করেছে। সর্বস্তরের পেশাজীবী উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বেকার ডিপ্লোমা ডাক্তার ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের (এসডিএমএস) ব্যানারে এ আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ডিপ্লোমা চিকিৎসকরা।
এ সময় বক্তব্য প্রদান করেন এসডিএমএস-এর জেলা কমিটির আহ্বায়ক শেখ মজিবুর রহমান, সদস্য সচিব এহতেশামুল গণি ফাহাদ, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব হরিপদ মজুমদার টুটুল, মুহাম্মদ ইকবাল হোসাইন, জাকিরের রহমান রাসেল ও কামালুর রহিম সমর।
বক্তারা বলেন, ২০১০ সালের পূর্বে ডিপ্লোমা চিকিৎসকদের নামে আগে ডাক্তার ব্যবহারের ন্যায্য অধিকার সংরক্ষণের আইন চাই। ৮৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রদানে সুপ্রিম কোর্টে চলমান মামলায় নামের আগে ডাক্তার ব্যবহারের অধিকার চাই। বিএম ও ডিসি অ্যাক্ট ২০১০ স্বৈরশাসকের কালো আইন বাতিল করতে হবে এবং ভ্রাম্যমাণ আদালতের নামে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে। অধিদপ্তরের বিভাগীয় সব কমিটিতে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে।
এ ছাড়াও নিয়োগ ও পদোন্নতির দাবি জানান তারা।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.