Site icon MIssion 90 News

ডিজি শহীদুল ইসলামকে সভাপতি ও সাংবাদিক শাহ আলমকে সম্পাদক করে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম এর কমিটি গঠন

ডিজি শহীদুল ইসলামকে সভাপতি ও সাংবাদিক শাহ আলমকে সম্পাদক করে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম এর কমিটি গঠন

রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম এর কমিটি গঠন গত ২১ মার্চ বুধবার বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চিত্রশালা মিলনায়তনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক শহীদুল ইসলাম এর সভাপতিত্বে কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিল্প গুরু বাউল শফি মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেশ বরেণ্য সুমীর বাউল ও সরদার হিরক রাজা, টাঙ্গাইল  জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি বাবু হরি মোহন পাল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মতিন।

এ সময় উপস্থিত ছিলেন, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রম যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক বাবর আলী তাং, দৈনিক খবর বাংলাদেশ পত্রিকা সম্পাদক মোল্লা জাকির হোসেন, দৈনিক মাতৃছায়া পত্রিকা সম্পাদক মোতালেব হোসেন খান, দৈনিক নেক্সট নিউজ পত্রিকা সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক যুগধারা পত্রিকা সম্পাদক হাবিবুর রহমান সরকার, ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সাধু সংঘের সাধু বিজন ভট্টাচার্য, সাধু স্ত্রীদাম ভৌমিক, ডাক্তার সাধু আব্দুল মজিদ, সাধুসংঘ সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শিল্পী খোকন ও সাধু সংঘ পাঠাগার সভাপতি শাহানুর রহমান শাহীন, রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের সাংগঠনিক সম্পাদক  ফাতিমা নওরীন মেরী ও কোষাদক্ষ আব্দুর  রহিম রাশেল, যুগ্ম সাংগঠনিক রাশেদা মিজান প্রমুখ।। 

সভায় প্রধান মন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক শহীদুল ইসলামকে সভাপতি ও কেন্দ্রীয় সাধু সংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলমকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি শিল্প গুরু বাউল শফি মন্ডল, সহ-সভাপতি সুমির বাউল, সহ-সভাপতি সরদার হীরক রাজা প্রমুখ।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক জোটের নেতৃত্বে লালন সাইজির ভাবধারার গান পরিবেশন করা হয়।

Exit mobile version