Site icon MIssion 90 News

শাহজালালে অবতরণের আগে প্লেনের চাকা পাংচার

শাহজালালে অবতরণের আগে প্লেনের চাকা পাংচার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে একটি এয়ারক্রাফটের চাকা পাংচার হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছে।

রোববার (৫ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বরিশাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি এয়ারক্রাফটের জরুরি অবতরণের খবর পেয়ে সাহায্যের জন্য ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। এয়ারক্রাফটটি ফায়ার সার্ভিসের উপস্থিতিতে নিরাপদে অবতরণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, রোববার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। একটি ছোট বি-৩৫০ এয়ারক্রাফট, যেটি একটি বিশেষ ক্যালিব্রেশন ফ্লাইট পরিচালনা করছিল।অবতরণের আগে সেটির চাকা পাংচার হয়ে যায়। ফায়ার সার্ভিসের উপস্থিতিতে ফ্লাইটটি নিরাপদে রানওয়েতে অবতরণ করেছে।

তিনি বলেন, এয়ারক্রাফটটিতে কোনো যাত্রী ছিল না। শুধু দুজন পাইলট ছিলেন। তারা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

Exit mobile version