ঐতিহাসিক টাঙ্গাইল ঘাটাইলের মাকরাই এ মহান মুক্তিযুদ্ধে ১৬ই আগস্ট পাকিস্তানী হানাদার বাহিনীর বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, গুরুতর আহত হন, এবং বীরমুক্তিযোদ্ধা হাতেম আলী শাহাদাৎ বরণ করেন।
দিনটির স্মরণে ঐতিহাসিক মাকড়াইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক।
এছাড়াও টাংগাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই , জেলা সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম,কালিহাতী উপজেলার সভাপতি লুৎফর সিদ্দিকী, সখিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতা, আশিক জাহাঙ্গীর, আলমগীর সিদ্দিকী, যুব আন্দোলনের টাংগাইল জেলা সভাপতি, আতিকুর রহমান সাদেক,যুবনেতা,মাহাবুব রবিন,সাগর, ছাত্র আন্দোলন নেতা ইমরুল সিকদার সহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
বক্তারা ঐতিহাসিক মাকড়াই দিবস কে জাতীয় স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন, এলাকাবাসী বলেন, আমাদের দাবি একটাই সরকারি ভাবে এবং প্রতিবছর ১৬ ই আগস্ট যেন ঐতিহাসিক মাকড়াই দিবস পালন করে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.