যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মাধ্যমে জামালপুরে জাতীয় শোক দিবস উদযাপন করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) জামালপুর জেলা শাখা ।
রোববার বিকেলে (১৫ আগস্ট) জামালপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সংগঠন কার্যালয়ে কালো ব্যাচ ধারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) জামালপুর জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এম.এইচ. মজনু মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এডভোকেট মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন শাকিল,
সাংগঠনিক সম্পাদক ডাক্তার মো. শফিকুল ইসলাম আজাদ খান, সাংস্কৃতিক সম্পাদক শামিউল হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।
দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মনোয়ার হোসেন।
এ সময় উক্ত সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত হোসেন সোহাগ, অর্থ সম্পাদক রাসেল হোসেন, নির্বাহী সদস্য শাহিনুর ইসলাম বিএসসি, শাকিল ফারহান পুলন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।