গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় র্যাব-১৩, একশত’ ৭৩ বোতল ফেনসিডিলসহ সুমন মিয়া (৩২) নামের এক মাদক কারবারীকে আটক করেছে ।আটককালে মাদক বহনকৃত একটি মোটরসাইকেল কেও জব্দ করা হয়।শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৩ আগস্ট) সকালে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর বাজারে এনবি হায়াৎ হোটেল এন্ড রেস্টুরেন্টের পশ্চিম পাশে জরুরী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী চালানো হয়। চেকপোষ্টে তল্লাশী কালীন সন্দেহভাজন একটি মোটরসাইকেল থেকে একশত’ ৭৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী সুমন মিয়াকে আটক করা হয়। এসময় মাদক বহনকারী মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।আটক সুমন মিয়া নীলফামারী জেলার বাসিন্দা তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে।