নওগাঁর ধামইরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৯১ তম জন্মাদিন উপলক্ষে ৯জন দুস্থ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে ৯টি সেলাই মেশিন ও দুই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
রবিবার ৮ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদেরঅডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শহীদুজ্জামান সরকার।
এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ’মীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলদার হোসেন, সম্পাদক ও ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন প্রমুখ।