নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে টিকা দান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সিনোফার্মের ভেরোসেল করোনা প্রতিরোধক টিকা আজ থেকে সারাদেশ ব্যাপী প্রদান করা হচ্ছে। শনিবার ৭ আগস্ট সকাল ৯ টায় ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ, পরে উমার ইউনিয়নের ওয়ার্ডবাসীদের জন্য সুফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। সুষ্ঠুভাবে টিকা দানের লক্ষ্যে ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমানের নেতৃত্বে একাধিক স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে রেজিষ্ট্রেশন করতে দেখা গেছে। এ সময় ৪ নং উমার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজহারুল টিকা নিতে টিকা কেন্দ্রে জনগনকে সহযোগিতা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, সরকারি এম এম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদুজ্জামান, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আবদুল মমিন, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ, মেডিকেল অফিসার জহুরুল ইসলাম, ধামইরহাট পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক প্রমুখ। পরে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ড এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ অন্যান্য ইউনিয়নে টিকা দান কার্যক্রম পরিদর্শণ করেন।
স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে ৬শ টিকা করে ৮টি ইউনিয়নে মোট ৪ হাজার ৮ শ টিকা ও ধামইরহাট পৌরসভায় ৯শ টিকা দেওয়া হবে। আগামী ১৪ আগস্ট থেকে গনটিকা শুরু করনে স্বাস্থ্য অধিদপ্তর।
উল্লেখ্য টিকাদান সম্পন্ন করতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগীতা করছেন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.