করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের জন্য সারা বাংলাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ ও.এম.এস কর্মসূচি চালু হয়েছে।
আজ (২৫ জুলাই) সকাল ১০ ঘটিকায় এ কর্মসূচির উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার এসময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা মহদয়ের প্রতিনিধি গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, জনাব মোফাজ্জেল হোসেন মাসুদ,প্রচার সম্পাদক, কাওসার তালুকদার,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, গাজী ফেরদৌউস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মাহমুদ হাসান ডিউক সহ শ্রমিক লীগ, ছাত্রলীগের অনান্য নেতৃবৃন্দ।
এ কর্মসূচির আওতায় হত দারিদ্র্য ও নিম্ন আয়ের পরিবার এর জন্য ৩০ টাকা দর প্রতি কেজি চাল ও ১৮ টাকা দর প্রতি কেজি আটা বিক্রি করা হবে সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত। পরিবার প্রতি সর্বোচ্চ ৫ কেজি এবং সপ্তাহে একবার চাল ও আঢা ক্রয় করতে পারবে। এ সময় জাতীয় পরিচয় পত্র প্রদশর্ন করে এই সেবা নিতে হবে বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার বলেন করোনা কালীন পরিস্থিতিতে এই কর্মসূচি নিম্ন আয়ের মানুষের জন্য খুব উপকারী হবে, মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যােগ বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। তিনি চাল ক্রয় করতে আসা সকলের উদ্দেশ্য স্বাস্থ্য বিধি মেনে চাল ক্রয় করার আহবান জানান।