সরকারের ঘোষিত লকডাউন ১৫ই জুলাই থেকে ২৩ শে জুলাই পর্যন্ত সিথিল করার প্রথম দিনেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর এলাকায় দেখা গেছে দূরপাল্লার যাত্রীদের প্রচন্ড ভীর।গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ত্রিমোর এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই দূরপাল্লার যাত্রীদের চাপ বেড়েছে। এদিকে গণপরিবহনের বিরুদ্ধে বেশী ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে প্রতি দুই সিটে একজন যাত্রী পরিবহনের কথা থাকলেও তা মানছে না অনেকেই। প্রায় গণপরিবহনে প্রতি আসনে ফাঁকা না রেখে ডাবল যাত্রী পরিবহন করতে দেখা গেছে।অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে সৃষ্টি হয়েছে তিব্র যানজট।উপজেলার চন্দ্রা ত্রিমোর, পল্লীবিদুৎ বাজার, সফিপুর ও মৌচাক বাস-স্টেশন এলাকায় সৃষ্টি হয়েছে তিব্র যানজটের। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি গাজীপুর জেলা ট্রাফিক পুলিশ টহলের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
এ বিষয়ে গাজীপুর সালনা হাইওয়ে থানার পুলিশ ইনচার্জ মীর গোলাম ফারুক জানান মহাসড়কে যানচলাচল সাভাবিক রাখতে, এবং যাত্রীরা যাতে করে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেইজন্য হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে। অপরদিকে যদি যাত্রী পরিবহনে দিগুন ভাড়া আদায় করলে ও ডাবল যাত্রী পরিবহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।