গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুরে ছাই হয়েগেছে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।
উপজেলার সফিপুর বাজার সংলগ্ন রতনপুর সড়কের একটি মার্কেটে এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায় রবিবার সন্ধ্যা সারে সাতটার দিকে বাচ্ছু মিয়ার মার্কেটের একটি লেপ তোষকের দোকান থেকে এই আগুনের সূত্রপাত পরে মূহুর্তে আগুনের লেলিহানশিখা পাশের একটি খাবার হোটেল ও একটি জুতার দোকান ও সাথে গুডাউন সহ তিন দোকানে আগুন ছড়িয়ে পরে।প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রায় অর্ধ কোটিটাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকান্ডে ক্ষয়খতির পরিমান নির্ধারিত করা যায়নি।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল ইসলাম জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে কেও হতাহত হয়নি। ক্ষতির পরিমাণ এখনো জানাযায়নি।